মাধ্যমিক ইতিহাস – Madhyamik History
মাধ্যমিক ইতিহাস – Madhyamik History অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় এই মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ( WB Madhyamik History Suggestion | West Bengal Madhyamik History Suggestion | WBBSE Board Class 10th History Question and Answer with PDF file Download) পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion | WBBSE Board Madhyamik Class 10th (X) History Suggestion Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস নোট / সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th History Notes / Suggestion) | প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, প্রশ্নউত্তর
পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th History Notes / Suggestion) প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, রচনাধর্মী প্রশ্নোত্তর এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
বিভাগ-ক
বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১. হুল’ নামে পরিচিত
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) নীল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) কোল বিদ্রোহ
উত্তরঃ (ক) সাঁওতাল বিদ্রোহ
২. বঙ্কিমচন্দ্রের ‘আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের কথা উল্লেখ আছে?
(ক) সন্ন্যাসী ও ফকির (খ) বারাসত (গ) ফরাজি (ঘ) পাগলপন্থী
উত্তরঃ (ক) সন্ন্যাসী ও ফকির
৩. প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়।
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৬৫ খ্রিস্টাব্দে
৪. ফরাজি আন্দোলনের প্রাথমিক উদ্দেশ্য ছিল
(ক) ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদ করা (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন (গ) সমাজসংস্কার সাধন
(ঘ) কৃষক আন্দোলন গড়ে তোলা
উত্তরঃ (খ) ইসলাম ধর্মের সংস্কার সাধন
৫. কে নিজেকে ‘ধরতি আবা’ বলে ঘোষণা করেন?
(ক) বীরসা (খ) সিধু (গ) কানু (ঘ) ভৈরব
উত্তরঃ (ক) বীরসা
৬. ১৮৭৮ খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয়
(ক) দুটি স্তরে (খ) তিনটি স্তরে (গ) চারটি স্তরে (ঘ) পাঁচটি স্তরে
উত্তরঃ (খ) তিনটি স্তরে
৭. নীল বিদ্রোহের সূচনা হয়
(ক) চৌগাছা গ্রামে (খ) রংপুরে (গ) দিনাজপুরে (ঘ) শ্রীরামপুরে
উত্তরঃ (ক) চৌগাছা গ্রামে
৮. ‘দিকু’ শব্দের অর্থ হল
(ক) অপরিচিত (খ) দেশি (গ) বহিরাগত (ঘ) একই অঞ্চলের মানুষ
উত্তরঃ (গ) বহিরাগত
৯. হান্টার কোন বিদ্রোহীদের ‘লাল প্রজাতন্ত্রী বলেছেন?
(ক) সাঁওতাল (খ) ওয়াহাবি (গ) ফরাজি (ঘ) মুন্ডা
উত্তরঃ (গ) ফরাজি
১০. উলগুলান’ নামে পরিচিত
(ক) সাঁওতাল বিদ্রোহ (খ) চূয়াড় বিদ্রোহ (গ) ভিল বিদ্রোহ (ঘ) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (ঘ) মুন্ডা বিদ্রোহ
১১. সুই মুন্ডা নেতৃত্ব দেন
(ক) মুন্ডা বিদ্রোহের (খ) কোল বিদ্রোহের (গ) সাঁওতাল বিদ্রোহের (ঘ) নীল বিদ্রোহের
উত্তরঃ (খ) কোল বিদ্রোহের
১২. খুৎকাঠি’ প্রথা প্রচলিত ছিল
(ক) মুন্ডা সমাজে (খ) সাঁওতাল সমাজে (গ) কোল সমাজে (ঘ) ভিল সমাজে
উত্তরঃ (ক) মুন্ডা সমাজে
১৩. মেদিনীপুরে চূয়াড় বিদ্রোহের দ্বিতীয় পর্বের নেতৃত্ব দেন
(ক) রানি শিরোমণি (খ) রানি লক্ষ্মীবাঈ (গ) রাজমাতা ঝিন্দন (ঘ) রানি দুর্গাবতী
উত্তরঃ (ক) রানি শিরোমণি
১৪. কোন্ বিদ্রোহে সশস্ত্র আদিবাসী সৈনিক গোষ্ঠী যুক্ত ছিল?
(ক) কোল বিদ্রোহে (খ) সাঁওতাল বিদ্রোহে (গ) মুন্ডা বিদ্রোহে (ঘ) চূয়াড় বিদ্রোহে
উত্তরঃ (ঘ) চূয়াড় বিদ্রোহে
১৫. বাঁশের কেল্লা তৈরি করেন
(ক) তিতুমীর (খ) দুদুমিঞা (গ) বীরসা মুন্ডা (ঘ) সিধু-কানু
উত্তরঃ (ক) তিতুমীর
১৬. পাবনার কৃষকবিদ্রোহ ঘটে
(ক) ১৭৭০ খ্রিস্টাব্দে (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে (গ) ১৮৭৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৮৫ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৮৭০ খ্রিস্টাব্দে
১৭. নীল বিদ্রোহের নেতৃত্ব দেন
(ক) রফিক মণ্ডল (খ) বুড়ি মা (গ) দুদুমিঞা (ঘ) সূর্য সেন
উত্তরঃ (ক) রফিক মণ্ডল
১৮. ইংরেজদের বিরুদ্ধে সিংভূম সীমান্তে প্রতিরোধ গড়ে তোলে
(ক) কোল জাতি (খ) ভিল জাতি (গ) মুন্ডা জাতি (ঘ) সাঁওতাল জাতি
উত্তরঃ (গ) মুন্ডা জাতি
১৯. সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল
(ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে (খ) ১৮৩৩ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৫৫ খ্রিস্টাব্দে
২০. বুধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহের সঙ্গে যুক্ত ?
(ক) কোল বিদ্রোহ (খ) সাঁওতাল বিদ্রোহ (গ) মুন্ডা বিদ্রোহ (ঘ) নীল বিদ্রোহ
উত্তরঃ (ক) কোল বিদ্রোহ
২১. নীল কমিশন গঠিত হয়েছিল ।
(ক) ১৮৬০ খ্রিস্টাব্দে (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে (গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে (ঘ) ১৮৭০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (ক) ১৮৬০ খ্রিস্টাব্দে
২২. বাংলাদেশে ওয়াহাবি আন্দোলনের সূচনা করেন
(ক) দুদুমিঞা (খ) সৈয়দ আহমেদ (গ) তিতুমীর (ঘ) দিনুমিঞা
উত্তরঃ (গ) তিতুমীর
বিভাগ-খ
অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১. “উলগুলান’ শব্দের অর্থ কী?
উত্তরঃ বিদ্রোহ
২. তিতুমীরের প্রকৃত নাম কী ছিল?
উত্তরঃ মির নিশার আলি
৩. কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ছিলেন?
উত্তরঃ রানি শিরোমণি
৪. কে প্রথম বাংলায় নীলচাষ শুরু করেছিলেন?
উত্তরঃ লুই বোনার্ড
৫. কোল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো।
উত্তরঃ বুদ্ধুভগত, জোয়া ভগত
৬. সাঁওতাল বিদ্রোহে আর কোন্ কোন্ উপজাতিরা যোগদান করেছিল?
উত্তরঃ কামার, কুমোর
৭. দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি কবে গঠিত হয়?
উত্তরঃ ১৯৩৪ খ্রিস্টাব্দে
৮. রানি শিরোমণি কে ছিলেন?
উত্তরঃ চূয়াড় বিদ্রোহের নেত্রী
৯. কারা আদিবাসীদের অরণ্যের অধিকার কেড়ে নেয়?
উত্তরঃ ব্রিটিশ প্রশাসন
১০. হাজি শরিয়উল্লাহর মৃত্যুর পর কে ফরাজি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তরঃ দুদুমিঞা
১১. চূয়াড় বিদ্রোহ’ কোথায় হয়?
উত্তরঃ পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ বাঁকুড়ায়
১২. সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ সিধু
১৩. বীরসাইট’ কাদের বলা হয়?
উত্তরঃ বীরসা মুন্ডার অনুগামীদের
১৪. ওয়াহাবি’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ নবজাগরণ
১৫. ভারতে ওয়াহাবি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তরঃ শাহওয়ালিউল্লাহ ও তাঁর পুত্র আজিজ
১৬. বাংলায় ওয়াহাবি আন্দোলনে কে নেতৃত্ব দেন ?
উত্তরঃ মির নিশার আলি
১৭. মুন্ডা বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ বীরসা মুন্ডা
১৮. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বনবিভাগ গঠন করে?
উত্তরঃ ১৮৬৪ খ্রিস্টাব্দে
১৯. ‘দামিন-ই-কোহ’ কথাটির অর্থ কী?
উত্তরঃ পাহাড়ের প্রান্তদেশ
২০. ‘দিকু’ কাদের বলা হয়?
উত্তরঃ বহিরাগত জমিদার ও মহাজনদের
২১. ফরাজি’ শব্দটির অর্থ কী?
উত্তরঃ ইসলামের নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য
২২. ফরাজি আন্দোলন কে প্রবর্তন করেন?
উত্তরঃ হাজি শরিয়উল্লাহ
২৩. ‘লাল প্রজাতন্ত্রী’ কাদের বলা হয়?
উত্তরঃ ফরাজিদের
২৪. নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখো।
উত্তরঃ দিগম্বর বিশ্বাস
২৫. নীল কমিশন কবে গঠিত হয়?
উত্তরঃ ১৮৬০ খ্রিস্টাব্দে
ঠিক বা ভুল নির্ণয় করো : (প্রতিটি প্রশ্নের মান-১)
১. সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় ভাগনাডিহি গ্রামে।[T]
২. পাগলপন্থী আন্দোলনের সূচনা করেন টিপু সুলতান। [F]
৩. দেবী সিং-এর অত্যাচারের বিরুদ্ধে রংপুরে বিদ্রোহ শুরু হয়। [T]
৪. ব্রিটিশ সরকার বনভূমির সংরক্ষণের জন্য অরণ্য আইন পাশ করে।[F]
৫. কোল বিদ্রোহের পর ব্রিটিশ সরকার দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি প্রথা চালু করে। [T]
৬. বীরসা অনুগামীরা ‘বীরসাইট’ নামে পরিচিত। [T]
৭. খুৎকাঠি’ প্রথা জমির যৌথ মালিকানা স্বীকার করে না। [F]
৮. তিতুমীর নিজেকে বাদশাহ বলে ঘোষণা করেন। [T]
৯. ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকা শহরে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের সূচনা হয়।[T]
১০. হাজি শরিয়উল্লাহ ফরাজি আন্দোলনের সূচনা করেন। [T]
১১. বাংলার নানাসাহেব বলা হয় রামরতন মল্লিককে।[T]
‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও (প্রতিটি প্রশ্নের মান-১)
1.
‘ক’ স্তম্ভ
(ক) উলগুলান
(খ) হল
(গ) নীল বিদ্রোহ
(ঘ) কোল বিদ্রোহ
‘খ’ স্তম্ভ
(i)১৮৩১-৩২ খ্রিস্টাব্দ
(ii) ১৮৫৮-৫৯ খ্রিস্টাব্দ
(iii) সাঁওতাল বিদ্রোহ
(iv) মুন্ডা বিদ্রোহ
উত্তরঃ (ক)-(iv), (খ)-(iii), (গ)-(ii), (ঘ)-(i)
2.
‘ক’ স্তম্ভ
(ক) তিতুমীর
(খ) দুদুমিঞা
(গ) নীল বিদ্রোহ
(ঘ) দামিন-ই-কোহ
‘খ’ স্তম্ভ
(i) হল্কা
(ii) বাঁশের কেল্লা
(iii) পাহাড়ের প্রান্তদেশ
(iv) দাদনি চাষ
উত্তরঃ (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)
3.
‘ক’ স্তম্ভ
(ক) সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ
(খ) পাগলপন্থী আন্দোলন
(গ) পাবনা কৃষকবিদ্রোহ
(ঘ) ফরাজি আন্দোলন
‘খ’ স্তম্ভ
(i)শরিয়উল্লাহ
(ii) মজনু শাহ
(ii) টিপু শাহ
(iv) ঈশানচন্দ্র রায়
উত্তরঃ (ক)-(ii), (খ)-(iii), (গ)-(iv), (ঘ)-(i)
4.
‘ক’ স্তম্ভ
১. সাঁওতাল বিদ্রোহের এলাকা
২. কোল বিদ্রোহের এলাকা
৩. কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর
৪. চুয়াড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, রাইপুর
‘খ’ স্তম্ভ
(i)সিধু ও কানু
(ii) নুরুলউদ্দিন
(iii) রানি শিরোমণি
(iv) সুই মুন্ডা
উত্তরঃ (ক)-(ii), (খ)-(iii), (গ)-(iv), (ঘ)-(i)
ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১. সাঁওতাল বিদ্রোহের এলাকা
২. কোল বিদ্রোহের এলাকা
৩. কৃষক বিদ্রোহের কেন্দ্র রংপুর
৪. চুয়াড় বিদ্রোহের কেন্দ্র মেদিনীপুর, রাইপুর
৫. ফরাজি আন্দোলনের একটি কেন্দ্র
৬. বাংলার ওয়াহাবি আন্দোলনের কেন্দ্ররূপে বারাসত
৭. মুন্ডা বিদ্রোহের এলাকা
৮. নীল বিদ্রোহের একটি কেন্দ্র
নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১. বিবৃতি : ১৮৫৫ খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: ইংরেজরা অত্যাচার করত।
ব্যাখ্যা ২: সাঁওতালদের জোর করে যুদ্ধে নিয়ে যেত।
ব্যাখ্যা ৩: সাঁওতাল এলাকায় ঢুকে মহাজন, দেশীয় জমিদার ব্যবসায়ী ও ইংরেজরা তাদের ওপর অত্যাচার করত।
উত্তরঃ ব্যাখ্যা ৩
২. বিবৃতি : উনিশ শতকের ভারতের বিভিন্ন প্রান্তে আদিবাসীরা বিদ্রোহী হয়ে ওঠে।
ব্যাখ্যা ১: উচ্চবর্ণের মানুষেরা তাদের ওপর অত্যাচার চালায়।
ব্যাখ্যা ২: অরণ্য আইন প্রবর্তন ও ঔপনিবেশিক আর্থিক শোষণে আদিবাসীদের চরম দুর্দশার সম্মুখীন হতে হয়।
ব্যাখ্যা ৩: স্থানীয় জমিদাররা আদিবাসীদের ওপর আর্থিক শোষণ চালায়।
উত্তরঃ ব্যাখ্যা ২
৩.বিবৃতি : ব্রিটিশ সরকার ভারতের বনজ সম্পদ সংরক্ষণের জন্য আইন পাশ করে।
ব্যাখ্যা ১: রেলপথ নির্মাণ ও জাহাজ তৈরির জন্য।
ব্যাখ্যা ২ : পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য।
ব্যাখ্যা ৩: ইংল্যান্ডে বনজ সম্পদ পাঠাবার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১
৪. বিবৃতি : উনিশ শতকে ভারতে বারবার কৃষকবিদ্রোহ ঘটে।
ব্যাখ্যা ১: ব্রিটিশ সরকারের ঔপনিবেশিক শাসন নীতির জন্য।
ব্যাখ্যা ২: ব্রিটিশ সরকারের কাছ থেকে স্বাধীনতা অর্জন করারজন্য।
ব্যাখ্যা ৩: অন্যান্য বিদেশিদের প্রচ্ছন্ন সহযোগিতার জন্য।
উত্তরঃ ব্যাখ্যা ১
বিভাগ-গ
সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১. খুকাঠি প্রথা কী?
২. “দিকু’ কাদের বলা হয়?
৩. চূয়াড় কাদের বলা হয়?
৪. কেনারাম ও বেচারাম কী?
৫. উনিশ শতকের উপজাতি বিদ্রোহের মূল কারণ কী ছিল?
৬. মুন্ডা বিদ্রোহের দুটি কারণ লেখো।
৭. সাঁওতাল বিদ্রোহের চারজন নেতার নাম লেখো।
৮. বারাসত বিদ্রোহ কী?
৯. কোন এলাকাকে জঙ্গলমহল বলা হয়?
১০. ভারতবর্ষে কোম্পানির উদ্যোগে নীল চাষ শুরু হয়েছিল কেন?
১১. ফরাজি আন্দোলনের নাম ফরাজি হয় কেন?
১২. এলাকা চাষ বলতে কী বোঝো?
১৩. নীল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য লেখো।
১৪. বিশ্বাস ভ্রাতৃদ্বয় কেন বিখ্যাত?
১৫. ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন?
১৬. নীলকর সাহেবরা কৃষকদের ওপর কীভাবে অত্যাচার করত সংক্ষেপে আলোচনা করো।
বিভাগ-ঘ
বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১. তিতুমীর ওয়াহাবি আন্দোলনকে পরিচালনা করার ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করেছিলেন?
২. নীল বিদ্রোহ সফল হওয়ার পিছনে কী কারণ ছিল বলে তোমার মনে হয়?
৩. বিদ্রোহ, অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা স্পষ্ট করো।
৪. সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো।
৫. তরিখ-ই-মহম্মদীয়ার মূল ভাবধারা মুসলিম সমাজে কীভাবে জাতীয়তাবোধের উদ্ভব ঘটায়?
৬. ১৮৯৯-১৯০০ খ্রিস্টাব্দে মুন্ডা উপজাতিরা কেন বিদ্রোহের পথে অগ্রসর হয়েছিল?
৭. সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো।
৮. চুয়াড় বিদ্রোহ সংঘটিত হওয়ার পিছনে কী কী কারণ ছিল?
বিভাগ- ঙ
ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে যা জানো লেখো। ৫+৩
২। নীল বিদ্রোহের কারণ ও ফলাফলগুলি লেখো।
৩। কোল বিদ্রোহের কারণ ও বিস্তার সম্পর্কে আলোচনা করো।
৪। বাংলায় ওয়াহাবি বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো।
৫। ফরাজি আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো।
৬। ব্রিটিশ শাসনকালে ভারতে সংঘটিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কী ছিল?
মাধ্যমিক সাজেশন ২০২৫ – Madhyamik Suggestion 2025
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click Here
FILE INFO : Madhyamik History Suggestion – WBBSE with PDF Download for FREE | মাধ্যমিক ইতিহাস সাজেশন বিনামূল্যে ডাউনলোড | প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) (অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)
File Details:
PDF Name : প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন
Language : History
Size : 474.3 kb
No. of Pages : 7
Download Link : Click Here To Download
বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in History) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।