মাধ্যমিক ভূগোল | Madhyamik Geography
মাধ্যমিক ভূগোল | Madhyamik Geography অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর নিচে দেওয়া হল। এবার মাধ্যমিক ভূগোল পরীক্ষায় এই পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল সাজেশন ( WB Madhyamik Geography Suggestion | West Bengal Madhyamik Geography Suggestion | WBBSE Board Class 10th X Geography Question and Answer with PDF file Download) প্রশ্নোত্তর গুলি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী মাধ্যমিক ভূগোল পরীক্ষার জন্য মাধ্যমিক ভূগোল সাজেশন | Madhyamik Geography Suggestion | WBBSE Board Madhyamik Class 10th (X) Geography Suggestion Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।
পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th Geography Suggestion) | বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | বহির্জাত প্রক্রিয়া
পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ভূগোল সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th Geography Suggestion) প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-১ বহির্জাত প্রক্রিয়া MCQ, সংক্ষিপ্ত, রচনাধর্মী প্রশ্নোত্তর এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।
প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-১ বহির্জাত প্রক্রিয়া MCQ, সংক্ষিপ্ত, রচনাধর্মী প্রশ্নোত্তর
বহির্জাত প্রক্রিয়া MCQ প্রশ্নোত্তর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখাে ।
1. বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কাজ করে –
ক) ভূপৃষ্ঠের উপরিভাগে খ ) ভূপৃষ্ঠের ভিতরে । গ ) মহাশূন্যে ঘ ) সমুদ্রতলদেশে ।
উত্তরঃ ক) ভূপৃষ্ঠের উপরিভাগে
2. নদী , হিমবাহ , বায়ুপ্রবাহ প্রভৃতি হল ভূমিরূপ পরিবর্তনের –
ক ) অন্তর্জাত প্রক্রিয়া খ) বহির্জাত প্রক্রিয়া । গ) জৈবিক প্রক্রিয়া ( ঘ ) মহাজাগতিক প্রক্রিয়া ।
উত্তরঃ খ) বহির্জাত প্রক্রিয়া
3. যে – প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয় , তা হল –
ক ) পর্যায়ন খ ) অবরােহণ গ) আরােহণ ঘ ) বিচুর্ণীভবন
উত্তরঃ গ) আরােহণ
4 . কোন প্রক্রিয়ার দ্বারা ভূমির ঢাল সুষম হয় —
ক ) আরােহণ খ ) পাতসংস্থান । গ ) অধঃক্ষেপণ ঘ ) পর্যায়ন ।
উত্তরঃ ঘ ) পর্যায়ন
5. অবরােহণ ও আরােহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল — ক ) ক্ষয়ীভবন । খ ) নগ্নীভবন গ) বিচূর্ণীভবন ঘ) পর্যায়ন
উত্তরঃ ঘ) পর্যায়ন
6. আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনকে একত্রে বলে — ক ) মহিভাবক প্রক্রিয়া খ) গিরিজনি প্রক্রিয়া । গ) অঙ্গারযােজন ঘ) নগ্নীভবন ।
উত্তরঃ ঘ) নগ্নীভবন
7. কোন্ বহির্জাত শক্তিটি ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক ভূমিকা নেয় ? ক) নদী । খ ) হিমবাহ গ) বায়ুপ্রবাহ । ঘ ) সমুদ্রতরঙ্গ
উত্তরঃ ক) নদী
8. প্লাবনভূমি , বদ্বীপ ইত্যাদি ভূমিরূপ কোন্ পদ্ধতিতে সৃষ্টি হয় — ক) বিচূর্ণীভবন খ) আরােহণ গ ) যান্ত্রিক আবহবিকার ঘ ) অবরােহণ
উত্তরঃ খ) আরােহণ
9. ভূপৃষ্ঠের সমতলীকরণ ঘটার প্রক্রিয়া হল – ক) নগ্নীভবন । খ ) অবরােহণ । গ)আরােহণ ঘ ) পর্যায়ন ।
উত্তরঃ ঘ ) পর্যায়ন ।
10. বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে – পদ্ধতিতে তা হল – ক) পর্যায়ন খ ) অবরােহণ গ) আরােহণ ঘ) পুঞ্জক্ষয়
উত্তরঃ গ) আরােহণ
11.ভূমির ক্ষয় ও সঞ্চয়কার্যের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে তখন সেই ভূমিকে বলা হয় — ক ) উচ্চভূমি খ ) পাদসমভূমি । গ) পর্যায়িত ভূমি ঘ ) সমপ্ৰায়ভূমি
উত্তরঃ গ) পর্যায়িত ভূমি
12. কোন প্রক্রিয়াটির সঙ্গে ‘ ক্ষয় ’ শব্দটি সর্বাধিক সম্পর্কযুক্ত – ক ) অবরােহণ খ ) আরােহণ গ) পর্যায়ন ঘ) আবহবিকার
উত্তরঃ ক ) অবরােহণ
13. কোন প্রক্রিয়ার মাধ্যমে ভূমির উচ্চতা বৃদ্ধি পায় ? – ক ) পর্যায়ন খ ) অবরােহণ গ) আরােহণ ঘ ) নগ্নীভবন
উত্তরঃ গ) আরােহণ
14. শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচুর্ণ ও বিয়ােজিত হওয়ার প্রক্রিয়া হল – ক ) ক্ষয়ীভবন খ ) পৰ্যায়ন গ ) নগ্নীভবন ঘ) আবহবিকার
উত্তরঃ। ঘ) আবহবিকার
15. নিম্নলিখিত কোন রাজ্যটিতে ক্ষয়ের শেষ সীমা লক্ষ করা যাবে – ক ) উত্তরাখণ্ড খ) বিহার গ) ওড়িশা ঘ ) মধ্যপ্রদেশ
উত্তরঃ গ) ওড়িশা
16. ভূমিরূপ পরিবর্তনে কোন্ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার প্রভাব সর্বাধিক ? – ক) নদী খ ) বায়ু গ) হিমবাহ ঘ ) সমুদ্রতরঙ্গ
উত্তরঃ ক) নদী
17. এরমধ্যে কোটি ভূমিরূপ পরিবর্তনের স্থিতিশীল প্রক্রিয়া – ক ) নদী। খ ) বায়ু গ) অধঃক্ষেপণ ঘ ) হিমবাহ
উত্তরঃ গ) অধঃক্ষেপণ
18 . কোন্ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের নীচুস্থান ভরাট হয়ে উঁচু হয় — ক ) অবরােহণ খ) আরােহণ গ) পর্যায়ন ঘ ) নগ্নীভবন
উত্তরঃ খ) আরােহণ ।
বহির্জাত প্রক্রিয়া – সংক্ষিপ্ত প্রশ্নোত্তর (Short Question and Answer)
1. ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ( Geomorphic Process ) বলতে কী বােঝ ?
উত্তর: যেসকল ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের । উপরিভাগে নানা ভূমিরূপের সৃষ্টি , বিনাশ , পরিবর্তন ও বিবর্তন হয়ে চলেছে , তাদের একত্রে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ( Geomorphic Process ) বলে ।
2. কোন্ দুটি প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয় ?
উত্তর: অন্তর্জাত প্রক্রিয়া ( Endogenetic Process ) এবং বহির্জাত প্রক্রিয়া ( Exogenetic Process ) – এর মাধ্যমে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া কার্যকর হয় ।
3. অন্তর্জাত প্রক্রিয়া ( Endogenetic Process ) কাকে বলে ?
উত্তর : ভূঅভ্যন্তরে উদ্ভূত বলের প্রভাবে স্থানীয় বা আঞ্চলিক ভাবে কঠিন ভূত্বকের যে – ধীর ও আকস্মিক পরিবর্তন ঘটে , তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় ।
4. বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ( Exogenetic Process ) বলতে কী বােঝ ?
উত্তর: ভূবহিস্থ বা পৃথিবীপৃষ্ঠের বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে । যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে ভূপৃষ্ঠের বিবর্তন ও পরিবর্তনকেই বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বলে ।
5. বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি কী কী ?
উত্তর: বহির্জাত ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার শক্তিগুলি হল নদী বা জলধারা , হিমবাহ , বায়ু , সমুদ্রতরঙ্গ , ভৌমজল ইত্যাদি ।
6. পর্যায়ন বা পর্যায়ন প্রক্রিয়া ( Gradation ) কাকে বলে ?
উত্তর: ক্ষয়সীমার সাপেক্ষে অসমতল ও বন্ধুর ভূমির সমতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয় ।
Charmtherlin এবং Salisbury নামক দুই ভূবিজ্ঞানী প্রথম ‘ পর্যায়ন ‘বা ‘ Gradation ‘ শব্দটি ব্যবহার করেন ।
7. কোন দুটি প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয়?
উত্তরঃ অবরােহণ এবং আরােহণ প্রক্রিয়ার মাধ্যমে পর্যায়ন প্রক্রিয়া কার্যকর হয়।
8. অবরােহণ প্রক্রিয়া ( Degradation ) কাকে বলে ?
উত্তর: যে – প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বহির্জাত শক্তিসমূহ ভূপৃষ্ঠের কোনাে উচু জায়গাকে ক্রমাগত ক্ষয়ের ফলে সমতলভূমিতে পরিণত করে , তাকে বলে অবরােহণ প্রক্রিয়া ।
9. আরােহণ প্রক্রিয়া ( Aggradation ) কাকে বলে ?
উত্তর: বিভিন্ন ধরনের বহির্জাত প্রাকৃতিক শক্তিসমূহের মাধ্যমে সঞ্চয়কার্যের ফলে স্থলভুমির নীচু অংশ বা নিম্নভূমি ভরাট হয়ে উঁচু হয়ে যাওয়ার প্রক্রিয়াকে আরোহন প্রক্রিয়া বলা হয় ।
10. অবরােহন ও আরােহণের মূল পার্থক্য কী ?
উত্তর: অবরােহণ ও আরােহণ প্রক্রিয়ার মূল পার্থক্য হল অবরােহন প্রক্রিয়া ক্ষয়ের মাধ্যমে উঁচু ভূমির উচ্চতা হ্রাস পায়এবং আরােহণ প্রক্রিয়ায় সঞ্চয়কার্যের মাধ্যমে নীচু ভূমি ভরাট হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করে ।
11. পর্যায়িত ভূমি ( Graded Landform ) কাকে বলে ?
উত্তর : ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে কোনাে ভূমিরূপের মধ্যে যখন সাম্য অবস্থা বিরাজ করে , তখন সেই ভূমিরুপকে পর্যায়িত ভূমি বলা হয় ।
12. আবহবিকার ( Weathering ) কাকে বলে ?
উত্তর : আবহাওয়ার বিভিন্ন উপাদান , যেমন — উষ্ণতা , আদ্রর্তা, বৃষ্টিপাত ইত্যাদির দ্বারা ভূপৃষ্ঠের শিলাসমূহের যান্ত্রিক পদ্ধতিতে বিচুর্ণন ও রাসায়নিক পদ্ধতিতে বিয়ােজন হওয়াকে আবহবিকার বলে ।
আবহবিকার যান্ত্রিক , রাসায়নিক ও জৈবিক পদ্ধতিতে সম্পন্ন হয় ।
13. ক্ষয়ীভবন ( Erosion ) কী ?
উত্তর : ভূপৃষ্ঠের বিভিন্ন ক্ষয়কারী শক্তির দ্বারা পদার্থের এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়ীভবন বলা হয় । এটি একটি গতিশীল প্রক্রিয়া ।
14. পুঞ্জিত ক্ষয় ( Mass wasting ) কাকে বলে ?
উত্তর: উচ্চভূমির ঢালের মৃত্তিকা ও শিলাস্তর অভিকর্ষের টানে ঢাল বেয়ে নীচে নেমে আসার ঘটনাকে পুঞ্জিত ক্ষয় বলে ।
15. নগ্নীভবন ( Denudation ) কাকে বলে ?
উত্তর : আবহবিকার , পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন — এই তিনটি পদ্ধতির যৌথ ক্রিয়াশীলতায় ভূপৃষ্ঠের উপরিভাগের শিলাস্তর ক্ষয়ীভূত হয়ে অপসারিত হয় । এর ফলে নীচের শিলাস্তর উন্মুক্ত হয়ে পড়ে । এই প্রক্রিয়াকেই নগ্নীভবন বলে ।
16. নগ্নীভবনের সূত্রটি কী ?
উত্তর : নগ্নীভবনের সূত্রটি হল –
নগ্নীভবন = আবহবিকার + পুঞ্জিত ক্ষয় + ক্ষয়ীভবন ।
17. ক্ষয়সীমা কাকে বলে ?
উত্তর: ক্ষয়কারী শক্তিগুলি ভূপৃষ্ঠের নীচে যতটা পর্যন্ত ক্ষয় করতে পারে , তা হল ক্ষয়সীমা । সমুদ্রতল হল শেষ ক্ষয়সীমা । J W Powell হলেন ক্ষয়সীমা ধারণার প্রবর্তক ।
18. ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মূল পার্থক্য কী ?
উত্তর: ভূপৃষ্ঠস্থ বিভিন্ন শক্তির মাধ্যমে পদার্থের অপসারণ হল ক্ষয়ীভবন । অপরদিকে অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বরাবর পদার্থ নেমে আসা হল পুঞ্জিত ক্ষয় ।
বহির্জাত প্রক্রিয়া – রচনাধর্মী প্রশ্নোত্তর (Descriptive Question and Answer)
1. ‘ অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহিজাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক ’ – কারণ ব্যাখ্যা করাে ।
উত্তরঃ ভূঅভ্যন্তরীণ শক্তি ভূপৃষ্ঠে প্রাথমিক ভূমিরূপ গঠনের । জন্য যে – পদ্ধতিতে কাজ করে , তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলা হয় । মহিভাবক ও গিরিজনি আলােড়ন , ভূমিকম্প , অগ্ন্যুৎপাত ইত্যাদি নানা প্রক্রিয়ার মাধ্যমে ভূত্বকের আপেক্ষিক স্থানান্তর ঘটে এবং ফলস্বরূপ প্রধান ভূপ্রকৃতিরুপে মহাদেশ ও মহাসাগর কিংবা পর্বত , মালভূমি ও সমভূমি গঠিত হয় । অপরদিকে ভূপৃষ্ঠে বা উপপৃষ্ঠীয় । অংশে বাইরের শক্তিসমূহ যে – পদ্ধতিতে নগ্নীভবন ঘটায় , তাকে । বহির্জাত প্রক্রিয়া বলা হয় । আবহবিকার , পুঞ্জিত ক্ষয় , ক্ষয়ীভবন ( নদীপ্রবাহ , বায়ু , সমুদ্রতরঙ্গ , হিমবাহ ইত্যাদি ) ইত্যাদি প্রক্রিয়া ভূপৃষ্ঠের ক্ষয় ও সঞ্জয়ের মাধ্যমে অণু ভূমিরূপ গঠনে সাহায্য করে । তাই উভয় প্রক্রিয়ার কাজের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে এটি বলাই যায় যে , অন্তর্জাত প্রক্রিয়ার কাজ গঠনমূলক এবং বহির্জাত প্রক্রিয়ার কাজ বিনাশমূলক ।
2. বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি লেখাে ।
উত্তরঃ বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল — ( i ) এই প্রক্রিয়া অত্যন্ত ধীরে ধীরে কাজ করে । ( ii ) ভূপৃষ্ঠে ও তার উপপৃষ্ঠীয় অংশে বহিজাত প্রক্রিয়ার প্রভাব । লক্ষ করা যায় । । ( iii ) এই প্রক্রিয়ার মাধ্যমে নগ্নীভবন ক্রিয়ায় ( অবরােহণ ) উঁচু স্থান নীচু হয়ে যায় এবং সঞ্চয়কার্যের ( আরােহণ ) দ্বারা নীচু স্থান । ভরাট হয়ে উঁচু হয় । ( iv ) এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী শক্তিগুলি হল — নদী , আবহবিকার , হিমবাহ , বায়ুপ্রবাহ , সমুদ্রতরঙ্গ , ভৌমজল ইত্যাদি । ( v ) এই অংশগ্রহণকারী শক্তিগুলি কোথাও এককভাবে ও কোথাও সম্মিলিতভাবে কাজ করে । | ( vi ) ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হল সৌর শক্তি ।
3. অবরােহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী ?
উত্তরঃ অবরােহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল — ( i ) এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় । ( ii ) বিভিন্ন ক্ষয়জাত অণু ভূমিরূপ সৃষ্টি হয় । ( iii ) ভূত্বকের উঁচু অংশেই মূলত অবরােহণ প্রক্রিয়া কাজ করে । ( iv ) আবহবিকার , পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন — এই তিনটি । প্রক্রিয়ার দ্বারা অবরােহণ সংগঠিত হয় । ( v ) অবরােহণের শেষ সীমা বা ক্ষয়ের শেষ সীমা হল নিকটতম সমুদ্রপৃষ্ঠ । ( vi ) এটি একটি ধীর প্রক্রিয়া ।
জেনে রাখাে : ভূমিরূপ পরিবর্তনে মানুষের ভূমিকা : খনিজদ্রব্য আহরণ , রাস্তা তৈরি , নদীতে বাঁধ নির্মাণ ইত্যাদি । প্রয়ােজনে ডিনামাইট বিস্ফোরণ ও অন্যান্য প্রক্রিয়ায় পাহাড় , পর্বত ফাটিয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটানাে হয় । মানুষ ভূমিরূপের পরিবর্তন ঘটায় অতি দ্রুতহারে । ভূমিরূপ পরিবর্তনে মানুষের । ভূমিকা বেড়ে যাওয়ার কারণেই দুর্যোগ ও বিপর্যয় কিন্তু বাড়ছে ।
4. আরােহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি কী কী ?
উত্তরঃ আরােহণ প্রক্রিয়ার বৈশিষ্ট্যগুলি হল — ( i ) এই প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় । ( ii ) বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্জয়ের ফলে এই প্রক্রিয়া সম্পন্ন হয় । ( iii ) ভূপৃষ্ঠে বিভিন্ন ধরনের সঞ্চয়জাত অণু ভূমিরূপ গঠিত হয় । । ( iv ) ভূমির ঢাল , পলি ও বালির পর্যাপ্ত ও নিয়মিত জোগান । হল আরােহণের নিয়ন্ত্রক । । ( v ) এটি একটি ধীর প্রক্রিয়া ।
5. বহির্জাত প্রক্রিয়ার শক্তিগুলি কীভাবে কার্যকর হয় ?
উত্তরঃ ভূমির উচ্চতা পার্থক্য বা ঢালের পার্থক্যের কারণে অভিকর্ষজ বল – এর সৃষ্টি হয় । এই অভিকর্ষজ বলের প্রভাবে ভূপৃষ্ঠ ক্ষয়কারী শক্তিগুলি গতিপ্রাপ্ত হয় , যা গতিশক্তি বা Kinetic energy নামে পরিচিত । এই গতিশক্তির প্রভাবেই নদী , হিমবাহ প্রভৃতি শক্তি ক্ষয় , বহন ও সওয়ের মাধ্যমে ভূমির পরিবর্তন ঘটায় ।
6. অবরােহণ , আরােহণ ও পর্যায়নের আন্তঃসম্পর্ক বিশ্লেষণ করাে ।
উত্তরঃ অবরােহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনাে উঁচু স্থান ক্রমাগত ক্ষয়ের ফলে নীচু হয় এবং আরােহণ প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নীচু অংশে সঞ্চিত হয় । এই দুই প্রক্রিয়ার সম্মিলিত রূপ হল পর্যায়ন । এই পর্যায়নের মাধ্যমে ক্ষয় , বহন ও সঞয়কাজে ভারসাম্য আসে ।
অবরােহণ , আরােহণ ও পর্যায়ন — এই তিনটি প্রক্রিয়ার । আন্তঃসম্পর্ক একটি উদাহরণের মাধ্যমে বিশ্লেষণ করা হল — উচ্চগতিতে নদী যখন পার্বত্য অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত । হয় তখন ভূমির ঢাল বেশি হওয়ার জন্য ক্ষয়কাজ বেশি হয় ও । ভূমির উচ্চতা হ্রাস পায় । এটি অবরােহণ প্রক্রিয়া । আবার নদীর । দ্বারা ক্ষয়িত পদার্থ নদীর নিম্নগতিতে সঞ্চিত হয় ও অবনমিত । স্থানের উচ্চতা বৃদ্ধি করে । একে আরােহণ বলে । এইভাবে ক্ষয় । ও সঞ্জয়ের মাধ্যমে ভূমি সমতলে পরিণত হলে তা হল পর্যায়ন । এইভাবেই অবরােহণ , আরােহণ দুটি বিপরীতধর্মী প্রক্রিয়া হলেও একসঙ্গে কাজ করে পর্যায়ন প্রক্রিয়াকে সম্পন্ন করে । তাই বলা যায় যে , অবরােহণ , আরােহণ ও পর্যায়ন — এই তিনটি প্রক্রিয়া পরস্পর সম্পর্কযুক্ত ।
7. বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূমি কীভাবে সমতলে । পরিণত হয় ?
উত্তরঃ পর্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে ভূমি সমতলে পরিণত হয় । অবরােহণ ও আরােহণের সম্মিলিত ফল হল পর্যায়ন । অবরােহণ প্রক্রিয়ায় একদিকে যেমন উঁচুভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে নীচু । ভূমিতে পরিণত হয় , অপরদিকে আরােহণ প্রক্রিয়ায় নীচু ভূমিতে । ক্ষয়প্রাপ্ত পদার্থ জমা হয়ে উঁচু ভূমিরূপ গঠন করে । এটি একটি নিরন্তর প্রক্রিয়া । আরােহণ ও অবরােহণ এই দুই প্রক্রিয়ার ফল হল পর্যায়ন । এইভাবেই ক্রমাগত চলতে থাকা এই পর্যায়ন প্রক্রিয়ার । মাধ্যমেই ক্ষয় , পরিবহণ ও সঞয়কাজে ভারসাম্য আসে ও ভূমির । সমতলীকরণ ঘটে ।
জেনে রাখাে : ভূমিরূপ অঞ্চল ( Morphogenetic region ) : যে – অঞলে ভূমিরূপ পরিবর্তনের বিশেষ শক্তি ক্ষয় , বহন ও সঞ্জয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটায় , সেই অল হল ভূমিরূপ অল । L Peltier হলেন Morphogenetic ধারণার প্রবর্তক ।
8. বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে জলবায়ুর সম্পর্ক কী ?
উত্তরঃ কোনাে অঞ্চলের ভূমিরূপের সঙ্গে জলবায়ুর সম্পর্ক অত্যন্ত গভীর । কোনাে নির্দিষ্ট অঞ্চলে কী ধরনের ভূমিরূপ । পরিবর্তনকারী শক্তি কাজ করবে সেটি নির্ভর করে অঞ্চলের উন্নতা , বৃষ্টিপাত ও আদ্রর্তার ওপর । উদাহরণস্বরূপ — উয় আর্দ্র অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনে যেমন মুখ্য ভূমিকা নেয় নদী , তেমনি হিমমণ্ডলে হিমবাহ এবং উয় । শুষ্ক অঞ্চলে বায়ু । অপরদিকে উয় মরু অঞ্চলে দৈনিক উয়তার প্রসর বেশি হওয়ার জন্য যান্ত্রিক আবহবিকার বেশি পরিলক্ষিত হয় , এবং আর্দ ক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশি । দেখা যায় ।
মাধ্যমিক সাজেশন ২০২৫ – Madhyamik Suggestion 2025
আরোও দেখুন:-
Madhyamik Bengali Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik English Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Geography Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik History Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Life Science Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Mathematics Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik Physical Science Suggestion 2025 Click Here
আরোও দেখুন:-
Madhyamik All Subjects Suggestion 2025 Click Here
FILE Details : মাধ্যমিক ভূগোল (Madhyamik Geography) প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-১ বহির্জাত প্রক্রিয়া MCQ , সংক্ষিপ্ত, রচনাধর্মী প্রশ্নোত্তর
PDF Name : মাধ্যমিক ভূগোল (Madhyamik Geography) প্রথম অধ্যায়ঃ বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | উপঅধ্যায়-১ বহির্জাত প্রক্রিয়া MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্নোত্তর
Language : Bengali
Size : 603.1 kb
No. of Pages : 8
Download Link : Click Here To Download
বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in Bengali) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।