বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion WBBSE with PDF | WiN EXAM

0

মাধ্যমিক ইতিহাস

Madhyamik History

বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন | Madhyamik History Suggestion WBBSE with PDF | WiN EXAM

 

মাধ্যমিক ইতিহাস – Madhyamik History অধ্যায় ভিত্তিতে প্রশ্নোত্তর  নিচে দেওয়া হল।  এবার পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় এই মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন ( WB Madhyamik History Suggestion  | West Bengal Madhyamik History Suggestion | WBBSE Board Class 10th History Question and Answer with PDF file Download)  পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট । আপনারা যারা আগামী মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য মাধ্যমিক ইতিহাস সাজেশন  | Madhyamik History Suggestion  | WBBSE Board Madhyamik Class 10th (X) History Suggestion  Question and Answer খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন। 

 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস নোট / সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th History Notes / Suggestion) | বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, প্রশ্নউত্তর

 

পশ্চিমবঙ্গ মাধ্যমিক দশম শ্রেণীর ইতিহাস সাজেশন (West Bengal WBCHSE Madhyamik Class X 10th History Notes / Suggestion) বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) – MCQ প্রশ্নোত্তর, এককথায় প্রশ্নউত্তর, সংক্ষিপ্ত প্রশ্নউত্তর, ব্যাখ্যাধর্মী, রচনাধর্মী প্রশ্নোত্তর এবং PDF ফাইল ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া রয়েছে।

 

বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) (উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত)

 

বিভাগ-ক

 

বহুবিকল্পভিত্তিক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। প্রথম বই ছাপা হয়েছিল
(ক) চিনে (খ) ইংল্যান্ডে (গ) ভারতে (ঘ) ইউরোপে
Answer : (ক) চিনে
২। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৮ খ্রিস্টাব্দে
Answer : (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে
৩। ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি?
(ক) ‘বেঙ্গল গেজেট’ (খ) “দিগদর্শন’(গ) সমাচার দর্পণ (ঘ) সংবাদ সমাচার
Answer : (গ) সমাচার দর্পণ
৪। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়।
(ক) ১৯০৬ খ্রিস্টাব্দে (খ) ১৯০৫ খ্রিস্টাব্দে (গ) ১৯০৭ খ্রিস্টাব্দে (ঘ) ১৯০৮ খ্রিস্টাব্দে
Answer : (ক) ১৯০৬ খ্রিস্টাব্দে
৫। ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন
(ক) হালেদ (খ) চার্লস উইলকিন্স (গ) পঞ্চানন কর্মকার (ঘ) সুরেন্দ্রনাথ মজুমদার
Answer : (গ) পঞ্চানন কর্মকার
৬। সাহিত্যকীর্তির জন্য পুরস্কারের ব্যবস্থা করেন
(ক) বসুমতী প্রেস (খ) ইন্ডিয়ান প্রেস (গ) ইউ এন রায় অ্যান্ড সন্স (ঘ) কুন্তলীন প্রেস
Answer : (ক) বসুমতী প্রেস
৭। বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন।
(ক) জগদীশচন্দ্র বসু (খ) প্রফুল্লচন্দ্র রায় (গ) তারকনাথ পালিত (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
Answer : (ক) জগদীশচন্দ্র বসু
৮। উইলিয়াম কেরী ছাপাখানা প্রতিষ্ঠা করেন
(ক) শ্রীরামপুরে (খ) কলকাতায় (গ) উঁচড়াতে (ঘ) চন্দননগরে
Answer : (ক) শ্রীরামপুরে
৯। বিশ্বভারতীর উদবোধক ছিলেন
(ক) ব্রজেন্দ্রনাথ শীল (খ) কানাইলাল বসু (গ) সতীশচন্দ্র রায় (ঘ) মোহিতচন্দ্র সেন
Answer : (ক) ব্রজেন্দ্রনাথ শীল
১০। IACS প্রতিষ্ঠা করেন
(ক) মহেন্দ্রলাল সরকার (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) জগদীশচন্দ্র বসু
Answer : (ক) মহেন্দ্রলাল সরকার
১১। ইউ এন রায় অ্যান্ড সন্স প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯৮৫ খ্রিস্টাব্দে (খ) ১৯১০ খ্রিস্টাব্দে (গ) ১৯১২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
Answer : (ঘ) ১৯১৩ খ্রিস্টাব্দে
১২। ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) সুকুমার রায় (গ) পঞ্চানন কর্মকার (ঘ) চালর্স উইলকিন্স
Answer : (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
১৩। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) দেবেন্দ্রনাথ ঠাকুর (গ) রথীন্দ্রনাথ ঠাকুর (ঘ) দ্বারকানাথ ঠাকুর
Answer : (ক) রবীন্দ্রনাথ ঠাকুর
১৪। বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয়
(ক) ১৯১৮ খ্রিস্টাব্দে (খ) ১৯২১ খ্রিস্টাব্দে (গ) ১৯২২ খ্রিস্টাব্দে (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে
Answer : (গ) ১৯২২ খ্রিস্টাব্দে
১৫। বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন
(ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায় (খ) আচার্য জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) সত্যেন্দ্রনাথ বসু
Answer : (ক) আচার্য প্রফুল্লচন্দ্র রায়
১৬। প্রথম সচিত্র বাংলা বই হল
(ক) ‘প্রতাপাদিত্য চরিত্র (খ) “অন্নদামঙ্গল’ (গ) “বর্ণপরিচয় (ঘ) ‘শিশুশিক্ষা
Answer : (খ) “অন্নদামঙ্গল’
১৭। বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন
(ক) প্রসন্নকুমার ঠাকুর (খ) গুরুদাস বন্দ্যোপাধ্যায় (গ) রাসবিহারী ঘোষ (ঘ) অরবিন্দ ঘোষ
Answer : (ঘ) অরবিন্দ ঘোষ
১৮। কোন্ আবিষ্কারে জগদীশচন্দ্র বসুর অবদান বিশ্বে স্বীকৃতি পেয়েছে?
(ক) বেতার (খ) দূরদর্শন (গ) চলচ্চিত্র (ঘ) ভিডিয়া
Answer : (ক) বেতার
১৯। ছেলেদের রামায়ণ বইটির জন্য বিভিন্ন ছবি আঁকেন
(ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী (খ) রামাদ রায় (গ) নন্দলাল বসু (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর
Answer : (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২০। ভারতে ভূতত্ত্ব অনুশীলনের পুরোধা ছিলেন
(ক) প্রফুল্লচন্দ্র রায় (খ) জগদীশচন্দ্র বসু (গ) মেঘনাদ সাহা (ঘ) প্রমথনাথ বসু
Answer : (ঘ) প্রমথনাথ বসু
২১। বার্তাবহ যন্ত্র’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়
(ক) কলকাতায় (খ) শ্রীরামপুরে (গ) রংপুরে (ঘ) ঢাকায়
Answer : (ঘ) ঢাকায়

 

বিভাগ-খ

 

অতিসংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-১)
১। রমন ক্রিয়া’ কে আবিষ্কার করেন?
Answer : সি ভি রমন
২। বাংলায় প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
Answer : হুগলিতে
৩। কোথায় এশিয়ার প্রথম ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হয়?
Answer : মাদ্রাজে
৪। প্রতাপাদিত্য চরিত্র’ কার রচনা?
Answer : রামরাম বসুর
৫। কাদের উদ্যোগে ও সহযোগিতায় কলকাতা বিজ্ঞান কলেজ স্থাপিত হয়?
Answer : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহেন্দ্রলাল সরকার ও কেশবচন্দ্র সেন
৬। কত খ্রিস্টাব্দে বিশ্বভারতী কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছিল?
Answer : ১৯৫১ খ্রিস্টাব্দে
৭। পূর্ববঙ্গের কোথায় প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
Answer : কুমারখালিতে
৮৷ ‘বর্ণপরিচয়’ গ্রন্থটির রচয়িতা কে?
Answer : বিদ্যাসাগর
৯। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ছাপাখানাটির নাম কী ছিল?
Answer : ইউ এন রায় অ্যান্ড সন্স
১০। কোন্ গ্রন্থটিকে বাংলার প্রথম প্রাইমার বলা হয়?
Answer : “শিশুশিক্ষা
১১। কে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হন?
Answer : রাসবিহারী ঘোষ
১২। এশিয়াটিক সোসাইটির পত্রিকার নাম কী ছিল?
Answer : এশিয়াটিক রিসার্চেস
১৩। কে ‘ছাপাখানার জনক’ নামে পরিচিত?
Answer : গুটেনবার্গ
১৪। কবে ‘বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠিত হয়?
Answer : ১৯১৭ খ্রিস্টাব্দে
১৫। পাখি সব করে রব’ কবিতাটি কার লেখা?
Answer : মদনমোহন তর্কালঙ্কারের
১৬। CET-এর পুরোনাম কী?
Answer : কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি
১৭। টেক’ কাদের প্রকাশিত জার্নাল ?
Answer : কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি-এর ছাত্রছাত্রীদের
১৮। রামরাম বসু কে ছিলেন?
Answer : প্রতাপাদিত্য চরিত্রের রচয়িতা
১৯। কবে আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়?
Answer : ১৫৫৪ খ্রিস্টাব্দে
২০। কে ‘টুনটুনির বই রচনা করেন?
Answer : উপেন্দ্রকিশোর রায়চৌধুরী
২১। কতজন সদস্য নিয়ে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়?
Answer : ৯২ জন
২২। কে শ্রীরামপুরে ছাপাখানা প্রতিষ্ঠা করেন?
Answer : উইলিয়াম কেরী
ঠিক বা ভুল নির্ণয় করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। IACS-এর সঙ্গে যুক্ত ছিলেন সি ভি রমন।[T]
২। ইউ রায় অ্যান্ড সন্স থেকে প্রথম ছাপা বই ‘আবোল তাবোল।[T]
৩। গোয়াতে সর্বপ্রথম ভারতবর্ষে পোর্তুগিজরা মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে।[T]
৪। ছাপাখানার প্রসারের ফলে শিক্ষার বিস্তার ঘটে।[T]
৫। গাছের প্রাণ আছে এটি আবিষ্কার করেন প্রফুল্লচন্দ্র রায়।[F]
৬। জাতীয় শিক্ষা পরিষদ ১৯০৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।[T]

 

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাও(প্রতিটি প্রশ্নের মান-১)
১।
‘ক’ স্তম্ভ
(ক) সি ভি রমন
(খ) বিশ্বভারতী
(গ) শ্রীরামপুর ছাপাখানা
(ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়
‘খ’ স্তম্ভ
(i) ১৯২২ খ্রিস্টাব্দ
(ii) রমন এফেক্ট
(iii) তারকনাথ পালিত
(iv) ১৮০০ খ্রিস্টাব্দ
Answer : (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)
2.
‘ক’ স্তম্ভ
(ক) মেঘকক্ষ
(খ) ইউরিয়া সিবাস্টিমাইন
(গ) ক্রেস্কোগ্রাফ
(ঘ) বোস সংখ্যায়ন
‘খ’ স্তম্ভ
(i) সত্যেন্দ্রনাথ বসু
(ii) জগদীশচন্দ্র বসু
(iii) উপেন্দ্রনাথ ব্ৰত্মচারী
(iv) দেবেন্দ্রমোহন বসু
Answer : (ক)-(iv), (খ)-(iii), (গ)-(ii), (ঘ)-(i)
3.
‘ক’ স্তম্ভ
(ক) IACS
(খ) কলকাতা বিজ্ঞান কলেজ
(গ) বসু বিজ্ঞান মন্দির
(ঘ) বেঙ্গল টেকনিক্যাল স্কুল
‘খ’ স্তম্ভ
(i) ১৯১৪ খ্রিস্টাব্দ
(ii) ১৮৭৬ খ্রিস্টাব্দ
(iii) ১৯০৬ খিস্টাব্দ
(iv) ১৯১৭ খ্রিস্টাব্দ
Answer : (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)
4.
‘ক’ স্তম্ভ
(ক) হাফটোন
(খ) ধাতব হরফ
(গ) বিশ্বভারতী
(ঘ) তারকনাথ পালিত
‘খ’ স্তম্ভ
(i) পঞ্চানন
(ii) ইউ এন রায়চৌধুরী
(iii) যাদবপুর বিশ্ববিদ্যালয়
(iv) রবীন্দ্রনাথ ঠাকুর
Answer : (ক)-(ii), (খ)-(i), (গ)-(iv), (ঘ)-(iii)

 

ভারতের রেখামানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো (প্রতিটি প্রশ্নের মান-১)
১। উচ্চশিক্ষার কেন্দ্ররূপে শান্তিনিকেতন
২। ভারতের প্রথম ছাপাখানার কেন্দ্ররূপে গোয়া
৩। কারিগরি শিক্ষার কেন্দ্ররূপে শিবপুর
৪। ছাপাখানার কেন্দ্ররূপে শ্রীরামপুর

 

নীচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো (প্রতিটি প্রশ্নের মান-১)
1। বিবৃতি : বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটান।
ব্যাখ্যা ১: এজন্য গাছের তলায় খোলা আকাশের নীচে ক্লাস হত।
ব্যাখ্যা ২ : শিক্ষার্থীরা প্রকৃতি থেকে শিক্ষা লাভ করত, কোনো বই ছিল না।
ব্যাখ্যা ৩ : শিক্ষার্থীদের কোনো নির্দিষ্ট পাঠক্রম ছিল না।
Answer : ব্যাখ্যা ২
২। বিবৃতি : প্রথম দিকে বিজ্ঞানচর্চা ব্যক্তিগত উদ্যোগেই শুরু হয়।
ব্যাখ্যা ১: বিজ্ঞান বিষয় পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষক পাওয়া যেত।
ব্যাখ্যা ২ : বিজ্ঞানের সিলেবাস উন্নত মানের ছিল না।
ব্যাখ্যা ৩: উচ্চস্তরে বিজ্ঞান পঠনপাঠন ও গবেষণার সুযোগ ছিল।
Answer : ব্যাখ্যা ৩
৩। বিবৃতি : ছাপাখানা স্থাপনের ফলে এদেশে শিক্ষার প্রসার ঘটে
ব্যাখ্যা ১: ছাপাবই-এর দাম কম হওয়ার ফলে সহজেই শিক্ষার্থীরা সংগ্রহ করতে পারে।
ব্যাখ্যা ২ : শিক্ষকদের পাঠদান সহজ হয়।
ব্যাখ্যা ৩: শিক্ষকদের প্রতি নির্ভরতা হ্রাস পায়।
Answer : ব্যাখ্যা ১
৪।বিবৃতি : বাংলার হুগলিতে সর্বপ্রথম ছাপাখানা গড়ে ওঠে।
ব্যাখ্যা ১: ইংরেজ প্রশাসন ছাপাখানা স্থাপনের বিরোধী ছিল।
ব্যাখ্যা ২: হুগলিতে ভালো কারিগর ছিল।
ব্যাখ্যা ৩: হুগলিতে ভালো কাগজ পাওয়া যেত।
Answer : ব্যাখ্যা ১

 

বিভাগ-গ

 

সংক্ষিপ্ত প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-২)
১। উইলিয়াম কেরী কে ছিলেন?
২। জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্যগুলি লেখো।
৩। IACS প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
৪। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা দুটি বই-এর নাম লেখো।
৫। শিক্ষাব্যবস্থায় মাতৃভাষার গুরুত্ব সম্পর্কে রবীন্দ্রনাথের অভিমত কী ছিল?
৬। শ্রীরামপুর ত্রয়ী’ কারা?
৭। বসু বিজ্ঞান মন্দিরে কোন্ কোন্ বিষয়ে গবেষণা হত?
৮। ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগে গুরুদাস চট্টোপাধ্যায়ের নাম উল্লেখযোগ্য কেন?
৯। জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কয়েকটি কারণ লেখো।
১০। তারকনাথ পালিত কে ছিলেন?
১১। টেগোর অ্যান্ড কোং’ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
১২। রবীন্দ্রনাথ কেন ‘বিশ্বভারতী’ প্রতিষ্ঠা করেন?
১৩। স্থানীয় স্কুল সম্বন্ধে কী জানো?
১৪। অনারেবল কোম্পানিজ প্রেস সম্পর্কে কী জানো?
১৫। মহেন্দ্রলাল সরকার কে ছিলেন?
১৬। বাংলায় মুদ্রণ শিল্পের সঙ্গে যুক্ত কোন কোন নতুন পেশার উদ্ভব হয় ?
১৭। কে, কবে ‘সন্দেশ’ পত্রিকাটি প্রকাশ করেন ?
১৮। বেঙ্গল ন্যাশনাল কলেজে শিক্ষাদানকারী কয়েকজন খ্যাতনামা শিক্ষকের নাম লেখো।
১৯। জাতীয় শিক্ষা বলতে কী বোঝো?
২০। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী কে ছিলেন?
২১। উনবিংশ শতকে বাংলায় ছাপাখানা প্রসারের একটি পরিসংখ্যান দাও।
২২। রবীন্দ্রনাথের মতে, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বা কাজ কী?
২৩। ঔপনিবেশিক শিক্ষাকাঠামোর বিরুদ্ধে বাংলায় গড়ে ওঠা দুটি উদ্যোগ উল্লেখ করো।
২৪। পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন?
২৫। কলকাতা বিশ্ববিদ্যালয়কে কেন ‘গোলদিঘির গোলখানা’ বলে ব্যঙ্গ করা হয়?
২৬। বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল?
২৭। ভারতে সর্বপ্রথম কারা, কোথায় আধুনিক মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করে?
২৮। ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে বাংলায় গণশিক্ষার পরিস্থিতি কীরূপ ছিল?

 

বিভাগ-ঘ

 

বিশ্লেষণধর্মী প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৪)
১। বাংলার বিজ্ঞানচর্চায় IACS-এর ভূমিকা লেখো।
২। বাংলাদেশে ছাপাখানার আধুনিকীকরণে ইউ এন রায়চৌধুরীর অবদান আলোচনা করো।
৩। টীকা লেখো : কলকাতা বিজ্ঞান কলেজ।
৪। ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক অলোচনা করো।
৫। বাংলায় ছাপাখানা শিক্ষাবিস্তারের ক্ষেত্রে কী ভূমিকা পালন করেছিল?
৬। রবীন্দ্রনাথের শিক্ষাচিন্তা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক বলে মনে করো?
৭। জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো।
৮। কারিগরি শিক্ষার প্রসারের ক্ষেত্রে বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অবদান কী ছিল?
৯। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থাকে কি রবীন্দ্রনাথ সমর্থন করেছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও
১০। রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনায় প্রকৃতি ও পরিবেশের কী ভূমিকা ছিল?
১১। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সম্পর্কে যা জানো লেখো
১২। বাংলার ছাপাখানার ব্যাবসায়িক উদ্যোগ সম্পর্কে কী জানো?
১৩। আধুনিক বিজ্ঞানচর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান উল্লেখ করো।

 

বিভাগ-ঙ

 

ব্যাখ্যামূলক প্রশ্ন (প্রতিটি প্রশ্নের মান-৮)
১। ইংরেজ সরকার কেন ছাপাখানা প্রতিষ্ঠার বিরোধিতা করে? ছাপাখানা কীভাবে শিক্ষাবিস্তারে সাহায্য করে? ৩+৫
২। ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার ত্রুটিগুলি লেখো। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। ৩+৫
৩। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী সম্পর্কে আলোচনা করো।
৪। ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলায় কীভাবে শিক্ষার প্রসার ঘটে?
৫। “ব্যক্তিগত উদ্যোগ ছাড়াও বিভিন্ন প্রাতিষ্ঠানিক সক্রিয়তার মধ্য দিয়েও বাংলায় বিজ্ঞানচর্চা প্রসার লাভ করে”—এই মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো।
৬। ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির ভূমিকা সম্পর্কে আলোচনা করো।
৭। ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণের অগ্রগতির বিবরণ দাও।
৮। রবীন্দ্রনাথের শিক্ষাভাবনায় মানুষ সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি ছিল ? মানবকল্যাণে রবীন্দ্রনাথের কয়েকটি পদক্ষেপের উল্লেখ করো। ৩+৫

মাধ্যমিক সাজেশন ২০২৫ – Madhyamik Suggestion 2025

আরোও দেখুন:-

Madhyamik Bengali Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik English Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Geography Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik History Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Life Science Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Mathematics Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik Physical Science Suggestion 2025 Click Here

আরোও দেখুন:-

Madhyamik All Subjects Suggestion 2025 Click Here

FILE INFO : Madhyamik History Suggestion – WBBSE with PDF Download for FREE | মাধ্যমিক ইতিহাস সাজেশন বিনামূল্যে ডাউনলোড | বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) (অতিসংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্নোত্তর)

 

File Details:
PDF Name : বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সাজেশন
Language : History
Size : 494.0 kb 
No. of Pages : 7
Download Link : Click Here To Download

West Bengal Madhyamik  History Suggestion Download. WBBSE Madhyamik History short question suggestion. Madhyamik History Suggestion  download. Madhyamik Question Paper History. WB Madhyamik 2019 History suggestion and important questions. Madhyamik History Suggestion  pdf.পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন উত্তর ও শেষ মুহূর্তের সাজেশন ডাউনলোড। মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন।

 

Get the Madhyamik History Suggestion by winexam.in

 West Bengal Madhyamik History Suggestion  prepared by expert subject teachers. WB Madhyamik  History Suggestion with 100% Common in the Examination.

 

বিষয় ইতিহাস সাজেশন – বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) |  WB Madhyamik History Suggestion

মাধ্যমিক ইতিহাস (Madhyamik History) বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়)
মাধ্যমিক ইতিহাস  পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ডের (WBBSE) সিলেবাস বা পাঠ্যসূচি অনুযায়ী  দশম শ্রেণির ইতিহাস বিষয়টির সমস্ত প্রশ্নোত্তর। সামনেই মাধ্যমিক পরীক্ষা, তার আগে winexam.in আপনার সুবিধার্থে নিয়ে এল মাধ্যমিক ইতিহাস সাজেশান – বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) । ইতিহাসে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়ুন । আমাদের মাধ্যমিক ইতিহাস সাজেশন ।
আমরা WBBSE মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয়ের – বিকল্প চিন্তা ও উদ্যোগ (পঞ্চম অধ্যায়) – সাজেশন নিয়ে আলোচনা করেছি. আপনারা যারা এবছর মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আমরা কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছি. এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষা  তে আসার সম্ভাবনা খুব বেশি. তাই আমরা আশা করছি Madhyamik ইতিহাস পরীক্ষার সাজেশন কমন এই প্রশ্ন গুলো সমাধান করলে আপনাদের মার্কস বেশি আসার চান্স থাকবে।
বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), প্রতিদিন নতুন নতুন চাকরির খবর (Job News in History) জানতে এবং সমস্ত পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড (All Exam Admit Card Download) করতে winexam.in ওয়েবসাইট ফলো করুন, ধন্যবাদ।
Tags: Geograpgy, History ix, geograpgy x, History class ix, History class x, History ix and x, History nine and ten, History nine, History ten, History class nine, History class ten, History class nine and ten, class ix geograpgy, class x History, class ix and x History, wbbse, syllabus, madhyamik History, madhyamik itihas, itihas madhyamik, class x itihas, madhyamiker itihas, madhyomik itihas, madhyomik History, nobom shreni itihas, doshom shreni itihas, nobom and doshom shreni itihas, nabam shreni itihas, dasham shreni itihas, exam preparation, examination preparation, gr D preparation, group D preparation, preparation, rail, net, set, wbcs, psc, ssc, csc, upsc, poriksha prostuti, pariksha prastuti, মাধ্যমিক ইতিহাস, মাধ্যমিক ইতিহাস, ইতিহাস মাধ্যমিক, নবম শ্রেণি ইতিহাস, দশম শ্রেণি ইতিহাস, নবম শ্রেণি ইতিহাস, দশম শ্রেণি ইতিহাস, ক্লাস টেন ইতিহাস, মাধ্যমিকের ইতিহাস, হিস্টোরি, মাধ্যমিক হিস্টোরি, পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, Madhyamik Suggestion, Madhyamik Suggestion 2020, Madhyamik Suggestion 2020, West Bengal Secondary Board exam suggestion, West Bengal Secondary Board exam suggestion 2020, WBBSE,  WBBSE 2020, মাধ্যমিক সাজেশান, মাধ্যমিক সাজেশান ২০২০, মাধ্যমিক সাজেশান ২০২০, মাধ্যমিক সাজেশন, মাধ্যমিক ইতিহাস সাজেশান ২০২০, মাধ্যমিক ইতিহাস সাজেশান , মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২০, মাধ্যমিক ইতিহাস সাজেশন, মধ্যশিক্ষা পর্ষদ, Madhyamik Suggestion History 2020, Madhyamik History Suggestion 2020, Madhyamik History Suggestion

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here